বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার ১
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৪ PM আপডেট: ১৬.০২.২০২৪ ৬:১৫ PM
খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা ১লক্ষ ৯১হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশী ১৯১কার্টুন সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৪ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পাশে মাসুদের চায়ের দোকানের সামনে অভিযুক্ত আসামী তনয় চাকমার(২৭) টমটম তল্লাশী করে টমটমের ছাদের পর্দার নিচে রাখা ১লক্ষ ৯১হাজার টাকা বাজার মূল্যের ১৯১কার্টুন SILVER NANO ORIS  ব্র্যান্ডের বিদেশী সিগারেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের চিত্তরঞ্জন পাড়ার বাসিন্দা বরেন্দ্র চাকমার ছেলে। 

আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সিগারেটের  প্যাকেটগুলো সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত