বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্বারকলিপি প্রদান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৫:৩৬ PM
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাজবাড়ী শাখার আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জাতীয় গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

৬ই মে কেন্দ্রীয় কমিটি'র সিদ্ধান্ত মোতাবেক রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের হাতে স্বারকলিপি তুলেদেন বিএমএসএফ'র রাজবাড়ী জেলা শাখার সভাপতি ,বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মোঃ কবির হোসেন।

এ সময় বিএমএসএফ'র রাজবাড়ী শাখার সদস্য দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রতিনিধি আলমাস আলী, দৈনিক উত্তরাধিকার পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি এস,এম রিয়াজুল করিম, দৈনিক বায়ান্ন পত্রিকার প্রতিনিধি আমিরুল হক, দৈনিক দেশ বাংলা'র প্রতিনিধি বাবলু শেখ, দৈনিক ভোরের আলো প্রতিনিধি মো: ইমদাদুল হক রানা, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশিক হাসান, দৈনিক উত্তর বঙ্গের সংবাদ পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম , জনতার আদালতের প্রতিনিধি সজিবুর রহমান প্রমুখ ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে । ৮ম বারের মত ১-৭ মে প্রতিবছর গণমাধ্যম সাপ্তাহ পালন করে যাচ্ছে বিভিন্ন কর্মসূচী'র মাধ্যমে । ১-৭ মে প্রতিবছর গণমাধ্যম সাপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সারা বাংলাদেশ জেলা প্রশাসক ,অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগনের মাধ্যমে একই দিনে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয় ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাজবাড়ী শাখার সভাপতি মোঃ কবির হোসেন বলেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবস টি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে জাতীয় গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্বারকলিপি প্রদান করেছি ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত