শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে জবি ছাত্রলীগের প্রতিবাদ মিছিল
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৫:৩৮ PM
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা ও হামলার প্রতিবাদে এবং দেশটির স্বাধীনতা চেয়ে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৬ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে, রায়সাহেব বাজার, বাহাদুর শাহ্ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এবং বাংলাবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় একত্রিত হয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

‘স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে, দিতে হবে’ স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ইসরায়েল নামক যে সন্ত্রাসী জাতি আজ ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, এ হত্যাকান্ডের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আজ সারা বিশ্ব নাড়া দিয়েছে। সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগ সারা বিশ্বের ছাত্রদের সাথে সংহতি জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে আজকে মিছিল ও পদযাত্রা করেছে এবং পতাকা উড়িয়েছে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে পদযাত্রা এবং বিক্ষোভ মিছিল করেছি। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই এবং ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য করা হবে।

প্রতিবাদ মিছিলে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস. এম.  আকতার হোসেনের নেতৃত্বে অংশ নেয় সংগঠনটির অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত