শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
পরকীয়া প্রেমিককে দিয়ে প্রবাসী স্বামীর দুই কোটি টাকা আত্মসাৎ!
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৭:৫৫ PM
প্রবাসী স্বামীর দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় পরকীয়া প্রেমিককে কারাগারে পাঠিয়েছে আদালত। রংপুর মেট্রোপলিটন আদালতের বিচারক শুনানি শেষে প্রতারক পরকীয়া প্রেমিক রায়হানুল ইসলাম রায়হানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

লন্ডন প্রবাসী স্বামী ফরহাদুজ্জামান জানান, রংপুর নগরীর সেনপাড়ার এটিএম আসাদুজ্জামানের মেয়ে আফসানা সোহেলির সঙ্গে ২০১০ সালের ৩১ ডিসেম্বর তার বিয়ে হয়। ২০১১ সালের ১০ জানুয়ারি ভিসা পেয়ে স্ত্রী সোহেলিকে বাসায় রেখে লন্ডনে চলে যান তিনি। লন্ডনে গিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেন। 

অনলাইনে ব্যবসা ভালো হওয়ায় ব্যবসার পেজ খুলে তার স্ত্রীকে বাংলাদেশের প্রতিনিধি নিযুক্ত করে দেশেও ব্যবসার প্রসার ঘটান। দীর্ঘদিন ব্যবসা করায় স্ত্রীর কাছে দুই কোটি টাকা জমা হয়। দুই কোটি টাকার হিসাব চাইলে স্ত্রী সোহেলীর সঙ্গে মতানৈক্যের সৃষ্টি হয়। 

পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন স্ত্রী সোহেলী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে লালমনিরহাটের উত্তর বাংলা কলেজে কর্মরত রায়হানুল ইসলাম রায়হানের সঙ্গে পরকীয়ায় আসক্ত। দুজনে মিলে কৌশলে দুই কোটি টাকাসহ ব্যবসার আরও অনেক কিছু আত্মসাৎ করেছে।

ভুক্তভোগী প্রবাসী স্বামী আরও জানান, চলতি বছরের ৭ মার্চ তিনি বাংলাদেশে আসার পরে ৯ মার্চ সোহেলীদের বাসায় গেলে সেখানে রায়হানকে দেখতে পান। পরে জানতে পারেন স্ত্রী সোহেলী টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তার পরকীয়া প্রেমিক রায়হানকে বিয়ে করেছে। তখন সোহেলীর কাছে টাকা ও ব্যবসার সরঞ্জামাদি ফেরত চাইলে তারা এসব ফেরত দিতে অস্বীকৃতি জানায়। 

অনেক চেষ্টা করার পরও তারা টাকা ফেরত দেয়নি। এ কারণে নিরুপায় হয়ে আইনের মাধ্যমে টাকা ফেরত ও দোষীদের বিচার চেয়ে আদালতে গিয়ে রায়হানুল ইসলাম রায়হান ও সোহেলীকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পরকীয়া প্রেমিক রায়হানুল ইসলাম রায়হান কোর্টে জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত সব এভিডেন্স দেখে রায়হানকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত