শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
রণক্ষেত্র যাত্রাবাড়ী
হানিফ ফ্লাইওভারে পুলিশের সাথে সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১১:০০ PM আপডেট: ১৮.০৭.২০২৪ ২:২৩ AM
যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের ঘটনায় গুলিতে সিয়াম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

রাতে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন কয়েকজন। পরে তার মরদেহ হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে অটোরিকশায় করে নিয়ে চলে যান তারা।

নিহত সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন, সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও আমরা আর ভেতরে ঢুকিনি। মরদেহ অটোরিকশায় করে বাসায় চলে যাচ্ছি।

এর আগে, পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা। এ সময় যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয় কোটা আন্দোলনকারীরা। 
বুধবার (১৭ জুলাই) রাতে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দেয়ার পাশাপাশি একাধিক যানবাহনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় কোটা আন্দোলনকারীরা। 

এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছুড়েছে আন্দোলনকারীরা। এতে পুলিশের দুই জন সদস্য ও ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালি পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে। কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকরীরা। এসময় যাত্রাবাড়ী থানাতেও হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৬ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দনিয়া ও শনির আখড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিতে আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। একজনের মাথায় গুলি লেগেছে।

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি-জামায়াতের চিহ্নিত কর্মীরা সহিংসতা চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি যাত্রাবাড়ী থানায় অতর্কিত হামলা চালায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত