বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
দেশের বিভিন্ন গণমাধ্যম কার্যালয় ভাংচুরের প্রতিবাদে নাটোর মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:৫২ PM
বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কণ্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম কার্যালয় ভাংচুরসহ গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে কণ্ঠরোধ করতে গণমাধ্যমকর্মীদের উপর হামলাসহ গণমাধ্যম কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। এটা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। যে কোনও বিষয় পক্ষে গেলেই বাহবা দেয়া হয় আর বিপক্ষে গেলেই অনেকে গণমাধ্যম ও সাংবাদিকদের শক্র বলে অবহিত করে। 

এটা কোনওভাবেই কাম্য নয়। অবিলম্বে গণমাধ্যমে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। সকল অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালের কণ্ঠ ও চ্যালেন আইয়ের প্রতিনিধি রেজাউল করিম রেজা, এটিএন বাংলার জুলফিকার হায়দার জোসেফ, ডেইলি স্টারের সাংবাদিক বুলবুল আহমেদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান সহ অন্যান্যরা। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত