শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কালকিনিতে সংখ্যালঘুদের পাশের থাকার অঙ্গিকার জামায়াত-বিএনপির
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:৫৩ PM
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহি ফাসিয়াতলা হাটের মন্দির পরিদর্শন শেষে সকল সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগীতা করার অঙ্গিকার করেন স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। এবং কি তাদের পূজা অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

এসময়ে এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত সরদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মেহেদী হাসান মিন্টু, এনায়েতনগর ইউনিয়নের জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম, আলীনগর ইউনিয়নের আমির আঃ রাজ্জাক মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সার্বজনীন পূজা মন্ডপ কমিটির সভাপতি অনিতা রানী, ইউনিয়ন বিএনপি নেতা জিন্নাত খন্দকার, সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদুল ইসলাম চৌকদার, কিরন দফাদার, মন্টু মন্ডল, গৌবিন্দ মন্ডলসহ বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দরা।

এসময় বক্তব্যে নেতারা বলেন, বাংলাদেশে হিন্দু বা মুসলমান বলতে কোন প্রকার ভাগ থাকবে না, সবাই একই রক্তে গড়া মানুষ বলে বিবেচিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত