ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার কারণে বন্ধ রয়েছে রাজধানীর আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রোরেল চলাচল। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পর এ ঘটনা ঘটে।
এটি ঠিক করে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
জানা গেছে, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের ৪টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচুনিচু হয়ে গেছে।
অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স পরিচালক নাসির উদ্দিন আহমেদ বলেন, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। ঠিক করতে বেশ সময় লাগবে।