বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মঠবাড়িয়া সংসদের ২৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মঠবাড়িয়া উদীচীর সভা কক্ষে সম্মেলন শেষে বাবু জীবন কৃষ্ণ সাওজাল শিবুকে সভাপতি, ইসরাত জাহান মমতাজকে সাধারণ সম্পাদক, ফিরোজ আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক এবং যুগল অধিকারী কোষাধক্ষ্যসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আসাদ নগরের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, গণতান্ত্রীক প্রগতিশীল আন্দোলনের মঠবাড়িয়ার পুরোধা সুভাষ মজুমদার, উদীচী স্বরণখোলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক সুলায়মান, মো. ডালিম মিয়া, সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা, শিক্ষক নোজমা রোকেয়া, দেবব্রত হালদার, ধানীসাফা শাখার রিপন কুমার পাইক, গণপতি হালদার, তুষখালী শাখার বিপুল বিশ্বাস প্রমুখ।
জাতীয় পরিষদের সদস্য হিসাবে অমিতাভ মজুমদারের নাম কেন্দ্রীয় শাখার জন্য প্রস্তাব করা হয়।