রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ রাখতে হয়েছে আয়োজকদের। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। প্রথম দিন জয়পুরহাট জেলা ও রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা হওয়ার কথা। কিন্তু আকস্মিকভাবে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী নারী ফুটবল খেলা বন্ধের ঘোষণা দেন।
এ নিয়ে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় দুপুর ২টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ হয়ে যায়।
টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম বলেন, এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এবং নারী ফুটবল খেলাকে স্থানীয়ভাবে জনপ্রিয় করে তুলতে এ খেলার আয়োজন করা হয়। কিন্তু ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী না বুঝে দুপুর ১টার দিকে খেলা বন্ধের ষড়যন্ত্র করতে উঠে পড়ে লেগে যান। তিনি তারাগঞ্জে নারীদের ফুটবল খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। কোনোভাবেই নারী ফুটবল খেলা বরদাশত করা হবে না বলে জানান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, যেখানে খেলার আয়োজন করা হয়েছে তার ৩০০ গজের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। তা ছাড়া এটি কোনো আন্তর্জাতিক পর্যায়ের খেলা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতে এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদ জানিয়ে মিছিলের ডাক দিয়েছি।