টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা দখল করেছেন মারইয়াম মুকাদ্দাস মিস্টি।
শনিবার (৮ মার্চ) সকালে তিনি বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে প্রবেশ করেন। সেখানে পাগলদের আশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেন।
মারইয়াম মুকাদ্দাস মিস্টি বলেন, ‘ফেসবুকে পূর্বঘোষণা দেয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে। তাই আজ সকালে এসে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগলদের রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জেয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানায় বাসা না ভেঙে আশ্রমের প্রস্তাব দেয়। এখানে সেই আশ্রমই করা হয়েছে। তবে কে বলেছে তার নাম বলতে পারেননি।’
তবে আবাসিক এলাকায় পাগলের আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ বলেন, ‘তার এমন দায়ভার সংগঠন বহন করবে না। বর্তমানে তিনি আমাদের কমিটির কোনো সদস্য না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার আহবায়ক আল-আমিন ফেসবুকে বলেন, ‘মিষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার সহযোদ্ধারাও অবগত নয়। তার কর্মকাণ্ডের প্রতি আমার কোনো ধরণের সমর্থন নেই।’