শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
রাজধানীতে বাসার ছাদে বোমা বিস্ফোরণে সিকিউরিটি গার্ড আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:১৬ PM
যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি সাততলা বাসার ছাদ বাগানে পানি দিতে গিয়ে বোমা বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামে এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত আঞ্জুমানকে হাসপাতালে নিয়ে আসা রুপক জানান, আমাদের বাসার সাততলার ছাদ বাগানে আঞ্জুমান ফেরদৌস পানি দেওয়ার সময় হঠাৎ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বোমা দেখতে পান। হঠাৎ সেটি বিস্ফোরিত হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে আনা হয়েছে। তার হাত ও পেটের বিভিন্ন জায়গায় স্প্লিন্টার লেগেছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত