রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
কক্সবাজারের নব্য গডফাদার ‘শিলং’ থেকে এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৩১ PM
শিলং থেকে কক্সবাজারে ‘নব্য গডফাদার’ এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি— এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শনিবার কক্সবাজারে দলের এক সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি।

কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এ সমাবেশ করে এনসিপি। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।

নাসীরুদ্দীন বলেন, “আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন; মানুষের জায়গা জমি দখল করছেন; চাঁদাবাজি করছেন।”

আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে চায় এনসিপি ও জামায়াতসহ বেশ কয়েকটি দল। অন্যদিকে বিএনপিসহ কয়েকটি দল এর বিরোধিতা করে আসছে।

এদিকে গতকাল শুক্রবার ঢাকার মিরপুরে বিএনপির এক সমাবেশে পিআর পদ্ধতির সমালোচনা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।

বক্তব্যে কক্সবাজার-১ আসনের সাবেক এ সংসদ সদস্য বলেন, “যারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের ‘অসৎ উদ্দেশ্য আছে’।

দেশের মানুষ ‘পিআর পদ্ধতি নির্বাচন বোঝে না’ বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।

তার এ মন্তব্যের দিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নাম না বললাম। তিনি নাকি আবার সংস্কার বোঝেন না। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী এবং পিআর না বোঝা ব্যক্তিদের রাজপথে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।”

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, “নোবেলের আশায় সেইফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রকৃতি, পরিবেশ ও কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত