কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাটি ১৮৭০ সনে স্থাপিত হয়। এই উপজেলার ভৌগলিক অবস্থান থেকে অন্যান্য উপজেলার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বাজিতপুর আওতাধীন বাজিতপুর কুলিয়ারচর নিকলীর, অষ্ট্রগ্রাম, ভৈরব বর্তমানে দেওয়ানী চৌকি আদালত রয়েছে।
১৯২২ সালে বাজিতপুর উপজেলাটির সাথে কিশোরগঞ্জের হৈবত নগরসহ ৭টি থানা নিয়ে বাজিতপুর ঘটিত হয়। এখানে ২৫০ একর জমি জেলার জন্য প্রায় ২০০ শত বছর আগে বরাদ্দ রয়েছে। এখানে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, একটি জেল খানা, একটি বিমান বন্দর, আফতাব বহুমূখী ফার্ম লিমিটেড, আফতাব হ্যাচারী, ভাগলপুরে নার্সিং ইনস্টিউট সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ৩টি রেলওয়ে স্টেশন রয়েছে। এ কারণে ভৈরব এর চেয়ে বাজিতপুর প্রাচীন কাল থেকে এগিয়ে রয়েছে।
এরই দাবিতে গতকাল মঙ্গলবার রাতে ছাত্র সমাজ, ক্রিয়েট কন্টেনার, সচেতন জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সকল পেশাজীবী সংগঠন হাজার হাজার জনতা মশাল মিছিলে ভরে যায় বাজিতপুর পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট। তাদের একটি মাত্র দাবি বাজিতপুর জেলা চাই, এটি একটি প্রস্তাবিত জেলা বলে মশাল মিছিলে উল্লেখ করেন হাজারও জনতা।