শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:৫১ AM

শেরপুরে হঠাৎ ঝটিকা মশাল মিছিল করেছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গভীর রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া কেন্দুয়ারচরএলাকার শেরপুর বকশীগঞ্জ সড়কে মিছিল করেন ।   

এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের এই মিছিলের পর তাদের গ্রেফতারের দাবিতে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও যুবদল নেতা মো. পারভেজের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন মশাল মিছিল করেছে। একটি পলাতক দলের নেতা-কর্মীরা কীভাবে এখনও শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়। আমরা তাৎক্ষণিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান, আমাদের ভাই-বোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

এদিকে মশাল মিছিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া জানান, আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে, এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি। দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। নতুবা নির্বাচনের আগ-মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার হয়নি। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত