আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে ঢাকা ১৪ আসনের অন্তগত বনগাঁও ইউনিয়নে পথসভা করেছে ঢাকা-১৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
কাল থেকে দুপুর পর্যন্ত বনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় বিএনপি এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি পথাসভা করেন।
এসময় সানজিদা ইসলাম তুলি বলেন, ঢাকা ১৪ আসনে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে বনগাঁও ইউনিয়নের সকল সমস্যা সমাধান করবেন ও ইউনিয়নটিকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন জানিয়ে তিনি বলেন, পাশ্ববর্তী একটি দেশ থেকে বাংলাদেশে নাশকতা করা হচ্ছে তাই বিএনপি নেতাকর্মীরা স্বোচ্চার রয়েছেন কেউ যেন দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি কার সাথে হিংসা বিদ্বেষ রাজনীতি চায় না।
এসময় ঢাকা ১৯ আসনে বিএনটির দলীয় প্রার্থী ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাবেক সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।