শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
আড়াইহাজারে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:১৯ PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার পায়রা চত্বর এলাকায় রোববার দিবাগত রাতে অগুনে চারটি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে আসাদের মালিকানাধীন প্রায় সাড়ে ছয় হাজার মুরগীর একটি দোকান, আল আমিনের মালিকানাধীন একটি অটো রিকসার পার্টস এর দোকান, প্রদীপ সরকারের মালিকানাধীন একটি অটোরিকসার পার্টস এর দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

সংবাদ পেয়ে থানা পুলিশ ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভাতে সহযোগিতা করে। তবে এর আগেই দোকান গুলো পুড়ে ছাই হয়ে গেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান। 

প্রাথমিকভাবে এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে আড়াইহাজার থানা পুলিশ ধারনা করছেন। তবে দোকান মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষয় ক্ষতির পরিমাণ ২০ লাখের ও বেশি হতে পারে। আগুনের ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত