শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
শেরপুর সদর কোর্টে বার্ষিক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ PM

শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি (প্রশাসন অর্থমোঃ আবু বকর সিদ্দীক মহোদয়।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে উপস্থিত হলে অতিরিক্ত ডিআইজি  সাহেব কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। 

এরপর অতিরিক্ত ডিআইজি ক্রমান্বয়ে কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরজমিনে পরিদর্শন করে আলামত যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে কোর্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের কর্মপরিবেশ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা দৈনন্দিন কার্যক্রমে সকলকে পেশাদারিত্বের সহিত কাজ করার আহ্বান জানান। 

সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান, ডিআইও- জনাব খন্দকার মোঃ শহীদুল হক, ওসি ডিবি জনাব মোঃ রেজাউল ইসলাম খান-সহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত