শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
ভোলায় ‘টে‌লি‌ভিশন জার্না‌লিস্ট ফোরাম’ সংগঠ‌নের আত্মপ্রকাশ
ফাইয়াজ আলম ইয়াপি, ভোলা
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:১৫ PM

ভোলায় ‘টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ভোলা’ না‌মে টে‌লি‌ভিশন সাংবা‌দিক‌দের এক‌টি সংগঠ‌নের আত্মপ্রকাশ ক‌রে‌ছে। শুক্রবার রা‌তে ভোলা প্রেসক্লাবে হলরু‌মে এই সংগঠ‌নের নাম ঘোষণা করা হয়। 

ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চ্যানেল আই এর ভোলা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, এন‌টি‌ভির স্টাফ রি‌পোর্টার আফজাল হো‌সেন, সময় টি‌ভির স্টাফ রি‌পোর্টার না‌সির উদ্দিন লিটন। 

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন, নিউজ টু‌য়ে‌ন্টি‌ফোর প্রতি‌নি‌ধি জুন্নু রায়হান, জি‌টি‌ভির প্রতি‌নি‌ধি এম হেলাল উদ্দিন, একাত্তর টি‌ভির প্রতিনি‌ধি কামরুল ইসলাম, বৈশাখী টি‌ভির প্রতি‌নি‌ধি মিজানুর রহমান, দেশ টি‌ভির প্রতি‌নি‌ধি ছোটন সাহা, চ‌্যা‌নেল টু‌য়ে‌ন্টি‌ফোর এইচ এম জাকির, যমুনা টি‌ভির প্রতি‌নি‌ধি জু‌য়েল সাহা বিকাশ, এসএ টি‌ভির প্রতি‌নি‌ধি বিল্লাল হো‌সেন, মাই টি‌ভির প্রতি‌নি‌ধি আরিফ হো‌সেন লিটন, গ্লোবাল টিভির প্রতিনিধি অনিক আহমেদ, এখন টি‌ভির প্রতি‌নি‌ধি ইম‌তিয়াজুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি মো: মহিউদ্দিন, নাগ‌রিক টি‌ভির প্রতি‌নি‌ধি মলয় দে, চ‌্যা‌নেল এস টি‌ভির প্রতি‌নি‌ধি মনছুর আলম, এটিএন নিউজ টি‌ভির প্রতি‌নি‌ধি মো: ফ‌রিদুল ইসলাম,  বিজয় টিভির প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তপ্রমূখ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের আলোচনা আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বচনের মাধ‌্যমে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় নির্বাচ‌ন পরিচালনার জন্য ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুকে প্রধান নির্বাচন কমিশনার এবং সময় টিভির স্টাফ রি‌পোর্টার নাসির উদ্দিন লিটন ও ডিবিসির জেলা প্রতিনিধি অচিন্ত মজুমদারকে নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত