শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:১৩ PM
যাত্রাবাড়ী ও ভাটারা এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরের এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন যাত্রাবাড়ী এলাকার অটোরিকশা চালক মো. আব্বাস (৩২) ও যাত্রী আব্দুর লতিফ (৫৬) এবং ভাটারায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মী আহসান (৫২)।

যাত্রাবাড়ীতে আহত আব্দুল লতিফের ভাই সুমন বলেন, আমার ভাই একজন কাঁচামাল ব্যবসায়ী। ভোরে অটোরিকশায় যাওয়ার সময় যাত্রাবাড়ীর জনপথ মোড়ে তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় চালক আব্বাসকে ধারালো চাপাতি দিয়ে ডান হাতে ও বাম পায়ের নিচে আঘাত করে এবং আমার ভাইকে বাম হাঁটুর নিচে আঘাত করে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, পরে আমরা খবর পেয়ে তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। তাদের দুজনেরই জরুরিভাবে চিকিৎসা চলছে।

সুমন আরও জানান, চাঁদপুরের মতলব থানায় তাদের গ্রামের বাড়ি। তার ভাই কদমতলীর রায়েরবাগ এলাকায় থাকেন।

অন্যদিকে ভাটারা এলাকা থেকে আহত আহসানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাহাবুদ্দিন বলেন, আমরা ভাটারার সিটি কর্পোরেশনের এসটিএস বর্জ্য ব্যবস্থাপনা কর্মী। ভোরের দিকে ময়লা পরিষ্কার করার সময় ২-৩ জন ছিনতাইকারী আহসানের ডান রানে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সকালের দিকে যাত্রাবাড়ী ও ভাটারা এলাকা থেকে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত