আগামী ২২ জুলাই নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আসন্ন পদযাত্রা কর্মসূচিতে মানুষের ঢল নামবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা চলছে। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া পদযাত্রা ব্যাপকভাবে সফল হয়েছে। সাধারণ মানুষের গণ জোয়ার লক্ষ্য করা গেছে। আগামী ২২ জুলাই নোয়াখালীবাসী তাদের অধিকারের পক্ষে এবং দুর্নীতি, সন্ত্রাস, দুঃশাসনের বিরুদ্ধে জোরালো বার্তা দিতে রাস্তায় নামবে। এ পদযাত্রা হবে জনগণের শক্তির বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, নোয়াখালীসহ সারাদেশে যে অন্যায়, অনিয়ম চলছে—তা রুখে দিতে এনসিপির রাজপথে নামা এখন সময়ের দাবি। জনগণই আমাদের শক্তি, আর তাদের সাথেই আমরা ভবিষ্যতের পথচলা শুরু করেছি। নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এনসিপি জনগণের কাছাকাছি গিয়ে তাদের মনোভাব বোঝার কাজ করছে। নিপীড়িত মানুষকে সঙ্গে নিয়ে এনসিপি এগিয়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসান তুহিন বলেন, আগামী ২১ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেনী জেলা হয়ে নোয়াখালী আসবেন। ২২ জুলাই সকাল ১১ টায় জেলা শহর মাইজদী নতুন বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হবে এবং তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেটের সামনে গিয়ে শেষ হবে। তারপর তারা লক্ষ্মীপুরের রামগতি যাবেন। এই কর্মসূচি নোয়াখালীতে এনসিপির জনসম্পৃক্ততা আরও বাড়াবে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা পৌঁছে দেবে।
প্রস্তুতি সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ছাড়াও নোয়াখালী জেলা সংগঠক কাজী মাঈন উদ্দীন তানভীর, ইয়াছিন আরাফাত, হাবীবুবুর রহমান, শ্রমিংক উইং নোয়াখালীর প্রধান সমন্বয়কারী জসিম উদ্দিন স্বাধীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।