সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
চাঁদাবাজির ‘পৃষ্ঠপোষকতা’ ছেড়ে তারেককে দেশে ফিরতে বললেন এনসিপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৫:৫৮ PM
তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজিতে ‘পৃষ্ঠপোষকতা’ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন।

রাজধানীর গুলশানে দলের এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও দেশব্যাপী চলমান ধর্ষণ, সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে গুলশান এবং মিরপুরে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এসব কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে থাকা আকরাম হুসেইন।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “লন্ডন থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন।

“বিএনপি জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।‌ জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসেবে যা আমরা কখনো চাই না।”

পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিক্ষোভ শুরু হয়।

গুলশানের সমাবেশে আকরাম বলেন, “সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর, তা ভাষায় ব্যক্ত করার মত নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায়, তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত